Header Ads Widget

 


বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

 বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর স্বামী মো. সোবহান আলীকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. সোবহান আলী সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহতের মা রোকেয়া বেগম সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর থেকে আসামি সোবহান কারাগারে ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

Post a Comment

0 Comments