এশিয়া কাপ শুরু হলো চমক দিয়ে। আরব আমিরাতের দুবাই আন্তর্জারিক স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে আফগানরা শুধু জয় তুলে নেয়নি, কঠিন বার্তা দিয়ে রাখল বাংলাদেশকেও। শ্রীলঙ্কার দেয়া মাত্র ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লক্ষ্যভেদ করতে বেশি সময় নেননি আফগান ক্রিকেটাররা।
ইনিংসের উদ্বোধন করতে নামা রহমানুল্লাহ গুবরাজ ছিলেন খাপছাড়া। ১৮ বলের ইনিংস সাজিয়েছেন ৪ ছক্কা ও ৩ চারের মারে। হাসারাঙ্গার বলে ফেরার আগে খেলেছেন ৪০ রানের ক্যামিও ইনিংস। শুরুর জুটিতে পাওয়ার প্লেতে ৮৩ রান তোলে আফগান দুই ওপেনার।
৬.১ ওভারে গুবরাজ ফিরলে মারমুখি ভঙ্গি থেকে ফিরে আসে আফগানরা। তবে লঙ্কানদের ছোড়া লক্ষ তারা পেরিয়ে যায় ৯.৫ ওভার হাতে থাকতেই। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হজরতউল্লাহ জাজাই। ইব্রাহিম জাদরান রান আউট হওয়ার আগে করেন ১৩ বলে ১৫ রান। নাজিবুল্লাহ জাদরান অপরাজিত থাকেন ২ বলে ২ রান করে।
0 Comments