Header Ads Widget

 


জেলেবিহীন মাছ ধরার ট্রলার নদীর তীরে! নদী উত্তাল

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে চলছে নিম্নচাপ এর প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে সাগর উত্তাল থাকায় ইতোমধ্যেই শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে এলেও একটি জেলেবিহীন মাছ ধরা ট্রলার ভাসতে দেখা যায় সাগরে। বুধবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য দৈনিক আলোকিত প্রতিদিন কে নিশ্চিত করেন। এর আগে ভোর থেকে বরগুনা পাথরঘাটার দক্ষিণে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় ট্রলারটি ভাসতে দেখে এলাকাবাসী। তবে ওই ট্রলারে কোনো জেলে দেখা যায়নি

 এ সময় গোলাম মোস্তফা চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ঝড়ের কবলে পড়ে অথবা ইঞ্জিন বিকল হতে পারে। ওই ট্রলারের নাম এফবি মা-বাবার দোয়া‌। তবে ওই ট্রলারের জেলেদের সর্বশেষ অবস্থা কি তা জানা সম্ভব হয়নি আমরা জেলেসহ দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠিয়েছি এবং কোস্টগার্ডকে জানিয়েছি। বিষয় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক বলেন, আমরা এ রকমের একটি খবর শুনেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করব।

Post a Comment

0 Comments