মোঃকামরুল হুদা আকন্দ (বাবলু)ময়মনসিংহের মুক্তাগাছায় ২০২১-২০২২ অর্থ বছরে গ্রাম পুলিশ সদস্যদের পোষাক ও অন্যান্য সরঞ্জামাদির প্যাকেট-২ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠান শেষে নিজ নিজ এলাকায় সঠিকভাবে দায়িত্ব পালনের সুবিধার্থে উপজেলার ১০টি ইউনিয়নের ৯৬জন গ্রাম পুলিশের (পুরুষ-মহিলাদের) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
0 Comments