কুষ্টিয়ায় নিখোঁজের তিন দিন পর লোকমান হোসেন (৩৬) নামে এক বেসরকারি চাকরিজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ আগস্ট বুধবার ভেড়ামারা উপজেলার শহরের ভেড়ামারা হাই স্কুল গলি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। লোকমান হোসেন কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার সাইদুর রহমানের ছেলে। সে রক্সি পেইন্ট কোম্পানীতে কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রবিবার লোকমান হোসেন কোম্পানীর প্রয়োজনীয় কাজ সহ টাকা কালেকশনের উদ্দেশ্যে বের হয়। ওই দিন দুপুরের দিকে ভেড়ামারা টু লাগপুর হাইরোড সংলগ্ন (পৌর ৫ নম্বর ওয়ার্ড) ভেড়ামারা হাইস্কুল ও দর্শন হার্ডওয়ারের সামনে থেকে নিখোঁজ হয়। রাত থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পান স্বজনরা। এ ঘটনায় ২ আগস্ট ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে ভেড়ামারা হাই স্কুল সংলগ্ন গলিতে একটি বস্তা দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ওই বস্তা খুলে লোকমানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা বলেন, লোকমান হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশের সহযোগিতা চাই, আমরা মামলা করবো। তদন্ত করে আসল ঘটনা বের করে আনুক পুলিশ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments