Header Ads Widget

 


বৌকে নির্যাতনের অভিযোগে টাউট মনিরুজ্জামান গ্রেফতার

মো:কামরুল হুদা আকন্দ (বাবলু) মুক্তাগাছায় বৌকে খুঁটিতে বেঁধে রেখে রাতভর নির্যাতনের অভিযোগে মনিরুজ্জামান নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

বুধবার ১৪ সেপ্টেম্বর বিকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজা বাজার এলাকায় পুলিশঅভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে 



 আজ বৃহস্পতিবার তাকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয় 

অভিযোগ উঠেসম্প্রতি কুমারগাতা ইউনিয়নের খুকসিয়া গ্রামের আব্দুল বারেক এর পুত্র মনিরুজ্জামান কর্তৃক তার বৌ বাস্ত্রীকে খুঁটিতে বেঁধে রাতভর নির্যাতন করছে মর্মে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ নির্যাতনের শিকারআড়াই বছর বয়সী শিশু কন্যার জননীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এঘটনায় মনিরুজ্জামানসহ  জনকে আসামি করে নারীর বাবা মুক্তাগাছা থানায় মামলা করেন  প্রধান আসামি পালিয়েযায় বাকীরা আদালত থেকে জামিন নেয়। এলাকাবাসী মনিরুজ্জামানকে গ্রেফতারের দাবিতে উত্তরবঙ্গ - ময়মনসিংহসড়কের মুক্তাগাছার মনতলা ব্রিজ এলাকায় মানববন্ধন করে।

পুলিশ জানায়ছয় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর মনিরুজ্জামান মাদকাসক্ত হয়ে পড়ে  পারিবারিক সমস্যা সৃষ্টিহতে থাকে। এক পর্যায়ে স্ত্রীকে অনৈতিক কাজে বাধ্য করে। বাঁধা দিলে নির্যাতন চালাতে থাকে 

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানানগ্রেফতার আসামি মনিরুজ্জামানকে বৃহস্পতিবার বিচারের জন্যময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বুধবার বিকালে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে মুক্তাগাছা থানায় নিয়েআসা হয়।

Post a Comment

0 Comments