মোঃ কামরুল হুদা আকন্দ (বাবলু) ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭নং ওয়ার্ড (মুক্তাগাছা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন মাহবুবুল আলম মামুন।
মাহবুবুল আলম মামুন মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
৭ নম্বর (মুক্তাগাছা) এই ওয়ার্ডে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিধি মোতাবেক এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন হবে না।
রোববার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাইে এ ওয়ার্ডে আর কোন প্রার্থী না হওয়া এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ে সাধারণ সদস্য পদে মাহবুবুল আলম মামুনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর (মুক্তাগাছা) ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মাহবুবুল আলম মামুন। এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।
মাহবুবুল আলম মামুনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে ভোট হবে না।
0 Comments