Header Ads Widget

 


মুক্তাগাছায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ

মোঃকামরুল হুদা আকন্দ(বাবলু) মুক্তাগাছায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপের (সিএসজি)প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সকাল ১০ টায় পারুলীতলা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ 

কমিউনিটি বেইজড কেয়ার (সিবিএইচসি)র আয়োজনে ও জাপান ইন্টার ন্যাশনাল কো-,অপারেশন এজেন্সি (জাইকার) সহযোগিতায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পারুলীতলা কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সিএইচসিপি (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান ও স্বাস্থ্য সহকারী তারিকুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী কামরুন্নাহার।  

প্রশিক্ষণে সাপোর্ট গ্রুপের ৫১ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। 

এর আগে ইউপি চেয়ারম্যান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য জানিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণ শেষে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থসেবা নিয়ে সবার মাঝে মুক্ত আলোচনা হয়।

পরে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি ছাতা ও দুই শত টাকা করে সম্মানী প্রদান করা হয়।

Post a Comment

0 Comments