মুক্তাগাছা প্রতিনিধি :শিক্ষা ঐক্য সেবা এই তিন মূলমন্ত্র নিয়ে ২০১৮ সাল থেকে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ বিভিন্ন সময়
থ্যালাসামিয়া,ক্যান্সার ও মুর্মূষু রোগীদের বিনামূল্যে রক্তের যোগান দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। শনিবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার তা'লীমুল কুরআন এতিমখানা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে উদ্বোদ্ধ করনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মোফাজ্জল হোসেন,হাফেজ সেলিম, আলমগীর হোসেন, আলী ইদ্রিস, কামাল হোসেন সহ পরিষদের সকল সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
0 Comments