Header Ads Widget

 


মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়


 হাসান বাবলু- মুক্তাগাছা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহ ব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় নবাগত মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মুক্তাগাছা প্রেসক্লাব কর্তৃপক্ষ ক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করে।


প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাব মেম্বার অধ্যাপক মাহবুবুল আলম রতন, হেলাল উদ্দিন নয়ন, মনোনেশ দাস, ফেরদৌস আলম, এম ইউসুফ প্রমুখ। মতবিনিময়ে ক্লাব মেম্বার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

Post a Comment

0 Comments