Header Ads Widget

 


মুক্তাগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত


মো: কামরুল হুদা আকন্দ (বাবলু) “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুক্তাগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে মুক্তাগাছা থানা ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তাগাছা থানা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর সভার মেয়র বিল্লাল হোসেন সরকার। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসানের 


সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশন ও ইন্টিলিজেন্স শাখার অফিসার ইনচার্জ শামসুদ্দিন, মুক্তাগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, আইয়ুব খান, মনিরুজ্জামান দুদু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।

 

Post a Comment

0 Comments