মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজ পরিদর্শনে আসেন। এসময় তিনি কলেজে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী তার শিক্ষক টিমকে সঙ্গে নিয়ে উন্নয়ন অগ্রগতিতে খোলনলচে পাল্টে যাওয়া মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজের সম্পন্ন হওয়া এবং চলমান থাকা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড মহাপরিচালককে ঘুরিয়ে দেখান। এসময় মহাপরিচালক বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে চলমান কলেজটির বিভিন্ন কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
মহাপরিচালক কলেজের পূরাতন ক্যাম্পাসের পাশাপাশি নন্দীবাড়ি এলাকায় প্রস্তাবিত কলেজের দ্বিতীয় ক্যাম্পাসও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মহাপরিচালক কলেজের মাঠের প্রান্তে একটি বকুল গাছের চারা রোপন করেন। তিনি কলেজে রোভার স্কাউট ডেনসহ একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন। পরে মহাপরিচালককে অভিনন্দন জানিয়ে কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত অভিনন্দন সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রফেসর নেহাল আহমেদ। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অভিনন্দন সভায় অন্যান্যে মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। এর মহাপরিচালক কলেজ ক্যাম্পাসে পৌছলে শহীদ স্মৃতি সরকারী কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরকারী আরকে হাই স্কুল, নবারুন বিদ্যানিকেতন, আর্মড পুলিশ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ফুল দিয়ে স্বাগত জানান।
0 Comments