মুক্তাগাছা প্রতিনিধি-মুক্তাগাছায় হারুন অর রশীদ (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা শহরের আটানি বাজার এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আটানি বাজার ছোট মসজিদ মোড়ের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূর মোহাম্মদের ছেলে নিহত হারুন অর রশীদ ধানের ব্যবসা করত সে অনেকদিন যাবৎ শহরের ছোট মসজিদ মোড়ের রফিজ উদ্দিন এর ভাড়া বাসায় বসবাস করে। তার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে ঝিনাইদহ এবং ছোট ছেলে ঢাকায় থাকে। ভাড়া বাসায় নিহত হারুন অর রশীদ এবং তার স্ত্রী রীনা বেগম দুজনেই বসবাস করতেন।
এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট মসজিদ মোড়ে ব্যবসায়ির আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহত হারুন অর রশীদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
0 Comments