Header Ads Widget

 


মুক্তাগাছায় মাঠ দিবস পালন


মুক্তাগাছা প্রতিনিধিঃ 
ময়মনসিংহের মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের মাঠ দিবস পালন করা হয়েছে। মুক্তাগাছা সাউথ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সোমবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুকপাটুলী তালুকদার বাড়িতে নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালিউল্লাহ সিনিয়র শিক্ষক শুকপাটুলী দাখিল মাদ্রাসা , রমজান তালুকদার  প্রধান শিক্ষক শুকপাটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আঃবারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন মিয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া রহমান, ওয়ার্ল্ড ভিশন দাওগাঁও ইউনিয়নের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মামুন আল গাইয়ুমপ্রমূখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বি এস এল ফ্যাসিলিটেটর হাফিজুর রহমান। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধানের ভাত খেলে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মানোর হার হ্রাস পাবে, মুখে ব্রুন,  ত্বকের সমস্যা, মাথার চুলপড়া রোধ করতে সহায়তা করবে,  অন্যান্য জাতের তুলনায় ব্রি-৭২ ধানের  খরচ কম ও সময় কম লাগে , হেক্টর প্রতি ফলন ৪.৫ মেট্রিকটন।

Post a Comment

0 Comments