মুক্তাগাছাপ্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের মাঠ দিবস পালন করেছে মুক্তাগাছা সাউথ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলার ঘোগায় আঃখালেক তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া , ওয়ার্ল্ড ভিশন ঘোগা ইউনিয়নের প্রোগ্রাম অফিসার বেলী ম্রং , সাংবাদিক মামুন আল গাইয়ুম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক সমৃদ্ধ ব্রি-৭২ ধানের ভাত খেলে অকাল গর্ভপাত রোধে পাবে, শারীরিক মানসিক ত্রুটি নিয়ে শিশু জন্মানোর হার হ্রাস পাবে, মুখে ব্রুন, ত্বকের সমস্যা, মাথার চুলপড়া রোধ করতে সহায়তা করবে, অন্যান্য জাতের তুলনায় ব্রি-৭২ ধানের খরচ কম ও সময় কম লাগে , হেক্টর প্রতি ফলন ৪.৫ মেট্রিকটন। ঘোগা ইউনিয়নে প্রাথমিকভাবে ৩০ জন কৃষক বীজ, ৩ জনকে বীজসহ আর্থিক সহায়তা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোগা ইউনিয়ন ফ্যাসিলিটেটর সুব্রত দাস ।
0 Comments