মো: কামরুল হুদা আকন্দ(বাবলু):'বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি'- এ স্লোগানকে সামনে রেখে মুক্তাগাছার মানকোনে চুরি, মাদক, যৌতুক, বাল্য বিবাহ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫ ডিসেম্বর) বিকালে মানকোন ইউনিয়নের ৯ নং বিট পুলিশের আয়োজনে বিষ্ণুপুর মোড়ে জনগনের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মোঃআব্দুল মজিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেল ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির।
ইউপি সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওসি (তদন্ত) চাঁদ মিয়ার সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ূন কবির সাবেক আহবায়ক আওয়ামী সেচ্ছাসেবকলীগ, কৃষিবিদ আকরাম হোসেন, আমিনুল ইসলাম সরকার, প্রমূখ।
0 Comments