মুক্তাগাছা প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের ঐতিহ্যবাহি হযরত শাহ কুতুব(রহঃ) মাজার শরীফে ৩দিন ব্যাপি ২৯তম ওরশ আজ অনুষ্ঠিত হচ্ছে।
এবারও শুক্র,শনি ও রবিবার প্রতি বছরের মতো ৩দিন ব্যাপি ২৯তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে।এ ৩ রাত্রিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আশেকানের মিল মাহফিলসহ হযরত শাহ কুতুব(রহঃ) মাজারে একত্রিত হয়ে আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগী,খতমে কোরআন,মিলাত মাহফিল,হালকায়ে জিকি,কুতুব শাহের কবর জিয়ারত ও মুনাজাত রুহানী ফয়েজ রহমত, আখেরাতে লাভে মকছুদ থাকে।
জানাযায়,পৃথিবির যে কয়েক জন পীর আওলিয়া ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে আসে তাদেরি একজন হযরত শাহ কুতুব(রহঃ)। জীবনের অন্তিম সময় পর্যন্ত তিনি এখানেই বসবাস করেন। সেই ধর্ম যাজক হযরত শাহ কুতুব(রহঃ)নাম অনুসারে গ্রামের নাম করণ করা হয় কুতুব পুর।
0 Comments