কামরুল হুদা আকন্দ (বাবলু) : মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ। এছাড়াও জঙ্গী গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতিসহ মাসিক অভিন্ন মানদন্ডে ১ম বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। মুক্তাগাছায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অসঙ্গতি নিরসনে 'জিরো ট্রলারেন্স' ঘোষণাসহ অনবদ্য ভূমিকা পালন করেন। তাই মুক্তাগাছা উপজেলার বিভিন্ন সমাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, বিভিন্ন অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ কে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, মে/২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয় সহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের। গত ২৯/১১/২২ তারিখে মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের ৫ম মাসের মধ্যেই এই সাফল্য অর্জিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের, যাদের আন্তরিক প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। পাশে থেকে পরামর্শ এবং উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাঁহাদের প্রতিও।
0 Comments