মোঃ কামরুল হুদা আকন্দ (বাবলু): ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা ও মুক্তাগাছা সাউথ এপির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুক্তাগাছা সাউথ এপির হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টিসহ ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে এক নজরে মুক্তাগাছা সাউথ এপির কার্যক্রম আলোকপাত করা হয়। বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো-অর্ডিনেটর (কমিউনিকেশন, মিডিয়া এন্ড এক্সর্টারনাল এনগেজম্যান্ড) অবনী আলবার্ট রোজারিও, ওয়ার্ল্ডভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার ন¤্রতা হাউই, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উদ্দিন নয়ন প্রমুখ।
সভায় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বেলী ¤্রং, দীপা রুলী দিও, সংবাদিক ফেরদৌস আলম, কাফি খান, এম ইউসুফ, মোফাজ্জল হোসাইন, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, মামুন আল গাইয়ুম, কামরুল হুদা আকন্দ বাবলু, মাহমুদুল হাসান রাজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
0 Comments