Header Ads Widget

 


মুক্তাগাছায় মিরপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় দাওগাঁও ইউনিয়নের মিরপুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বুধবার( ২৩ আগস্ট)  বেলা ১১ টায় মুক্তাগাছা সাউথ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মিরপুর ঠাকুরবাড়ীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে মিরপুর গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন। মিরপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুবল নন্দীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সেবাস্টিয়ান পিউরিফিকেশন সিনিয়র ম্যানেজার জামালপুর এসিও, দাওগাঁও ইউনিয়নের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, দিপা রোজারিও ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিষ্ট, ইউপি সদস্য বিরাজ উদ্দিন সরকার প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। 

Post a Comment

0 Comments