Header Ads Widget

 


মুক্তাগাছায় ঈশ্বরগ্রাম গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


মোঃকামরুল হুদা আকন্দ (বাবলু): ময়মনসিংহের মুক্তাগাছায়  ঈশ্বরগ্রাম গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।বৃহস্পতিবার  দুপুরে মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় মুক্তাগাছার ৭নং ওয়ার্ড এর ঈশ্বরগ্রামে পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরগ্রাম গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, সভাপতি হিসেবে ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রোমানা রিয়াজ ,উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা হাসিনা জামান,নম্রতা হাউই এরিয়া ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম ,৭ং ওয়ার্ড কমিশনার আবুল কালাম,আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল হক ,সহকারী শিক্ষক সেলিনা আক্তার,ইউ এন ডিসি সভাপতি সেলিনা প্রমূখ। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, বাল্য বিবাহের ফলে গর্ভকালীন স্বাস্থ্যহানী, মাতৃমৃত্যু ও নবজাতক শিশুর মৃত্যু ঘটে।তাই বাংলাদেশ সরকার বাল্য বিবাহ কে অপরাধ হিসাবে নিয়েছে।

সকল অভিবাবক দের সচেতন থাকতে বলা হয়েছে।এবং বক্তারা বলেন যে কোন ধরনের সহায়তার জন্য প্রশাসন এর সাথে যোগাযোগ করার জন্য আহব্বান করেছেন।আরও বলেন বাংলাদেশ সরকার এর পাশাপাশি ওয়ার্ড ভিশন সমাজের জন্য যে কাজ করছে তা প্রশংসার দাবিদার।এ সময় ওয়ার্ড ভিশন এর সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা শিকার করেন।


Post a Comment

0 Comments