Header Ads Widget

 


‘মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে’


নিজস্ব প্রতিবেদক:  মানুষের ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগই নিশ্চিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন সামরিক একনায়করা নির্বাচন করত, খালেদা জিয়া যখন ভোট চুরি করে ক্ষমতা দখল করল তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সুষ্ঠু ভোটের সুর কোথায় ছিল।


মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, এরশাদ যখন ভোট চুরি করল, করল এবং ১৫’ ফেব্রুয়ারির নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করল তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিকথা কোথায় ছিল। ২০০১’ এর নির্বাচনে অত্যাচার-নির্যাতন করে জোর করে আমাদের হারানো হল।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। এদেশে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগ সরকার আইন করে নির্বাচন কমিশন গঠন করেছে। স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া ও আলাদা বাজেট দেওয়া হয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।  

Post a Comment

0 Comments