নিজস্ব প্রতিনিধি:ডেন্টিষ্ট্রি বিষয়ের উপর মাষ্টার্স অব পাবলিক হেলথ (MPH) সনদধারী পেশাজীবীদের “MPH Dentist Society Bangladesh ” নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শুক্রবার ঢাকা
ফার্মগেটের একটি কনফারেন্স কক্ষে মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ডেন্টিষ্ট্রী বিষয়ে এমপিএইচ সনদধারী পেশাজীবীদের মতবিনিময় সভায় মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব কে সভাপতি এবং মোঃ আইনুল হক কে মহাসচিব করে আপাততঃ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুল হক চৌধুরী, সহ-সভাপতি অমলেশ চন্দ্র মিত্র, মোঃ আলী হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন এবং মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার লিমা। এই সোসাইটি গঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো স্কুল হেলথ্ প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম ও উঠান বৈঠক ইত্যাদির মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে সঠিক ধারনা দিয়ে ডেন্টাল ক্যারিজ, পাইরিয়া, জিনজিভাইটিস এবং ওয়াল ক্যান্সারের মত কমন ও জটিল রোগগুলো প্রতিরোধ কল্পে পরামর্শ প্রদান করে আক্রান্ত হওয়ার প্রবনতা ধীরে ধীরে কমিয়ে আনা। এক বিবৃতিতে নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব এবং মহাসচিব মোঃ আইনুল হক পাবলিক হেলথ ডেন্টিষ্ট্রী বিষয়ে এমপিএইচ (MPH) সনদধারীদের অভিনন্দন জানিয়েছেন এবং মুখ ও দাঁতের সকল ধরনের রোগ প্রতিরোধে গ্রামীণ অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে যাওয়ার জন্য ডেন্টাল পাবলিক হেলথ বিষয়ে এমপিএইচ (MPH) ডিগ্রীধারীদের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়েছেন।এতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দাঁতের প্রতি যত্ন ও সচেতনতা বৃদ্ধি পাবে।
0 Comments