Header Ads Widget

 


৫দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্প জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচি সমাপ্ত


মুক্তাগাছা প্রতিনিধি - থাকবেনা আর জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার, নিরাপদে থাকবে নারী বঙ্গবন্ধুর  স্বপ্নের বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল  সকাল ৯টায় ৫দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্পেইন সমাপনি সভা অনুষ্ঠিত হয়। গত ১ থেকে ৫ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচিতে ডাঃ জান্নাতুল ফেরদৌস এর সভপতিত্বে,ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার বিভাগীয় কোর্ডিনেটর মোঃ জাহিদ হাসান, সাংবাদিক এম ইউসুফ।

বক্তরা বলেন, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচিতে মুক্তাগাছা উপজেলার কমিউনিটি ক্লিনিক আওতায় নারী শিশুসহ প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯-১৬ বছরে মেয়ে এইচ,পি,ভি টিকার আওতায় আনার জন্য রেজিস্টেশন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ৭ হাজার ৮শত ১৪জন ভায়া এইচ,পি,ভি টিকার আওতায় এসেছে। সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে টিকা  জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভুমিকা রাখবে । 

Post a Comment

0 Comments