মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ইতিহাস নির্ভর "মুক্তাগাছার মন্দির" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি। গতকাল বিকেলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বই নিয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর অতিথি অধ্যাপক স্বপন ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গল্পকার ও অনুবাদক শাখাওয়াত বকুল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক ডাঃ চন্দন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "মুক্তাগাছার মন্দির" বইটির সম্পাদক ও প্রকাশক গবেষক রাশিদুল আলম শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুরঞ্জিত বাড়ই।
মুক্তাগাছা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ক্যাফে হৈচৈ কফি হাউজে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিতোষ কর, ভাষ্কর সাহা, লোক গবেষক মাসুদ পারভেজ, রফিকুল ইসলাম খোকন, আব্দুর রহিম, রাজু আহম্মেদ, আবৃত্তি শিল্পী জুবায়ের আহমেদ, মোহাম্মদ ওমর ফারুক, মো: আনোয়ার, সাদি হোসেন অরন্য, মোঃ হারুন অর, রশীদ আশিক রহমান প্রমূখ।
0 Comments