মুক্তাগাছা প্রতিনিধিঃকেক কাটা, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতায় ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষ্যে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় ক্লাব সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সহসভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবু সালেহ মো. মুসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সুজিত কুমার সিংহ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার প্রমুখ। পরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
0 Comments