Header Ads Widget

 


মুক্তাগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত


মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাঁওগাও ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে রাজাবাড়ি ব্রাদার্সহুড এসোসিয়েশন এর উদ্যোগে কুমুদিনী হাসপাতাল টাঙ্গাইল কর্তৃপক্ষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম এর আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁওগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হজরত আলী, পাহাড় পাবইজান সঃ প্রাঃ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোখলেছ উর রহমান, পাহাড় পাবইজান সঃ প্রাঃ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহীম খাঁ বিশ^বিদ্যালয় কলেজ এর অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান দিদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজাবাড়ি ব্রাদার্সহুড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা খন্দকার মোঃ উসমান গণি ও আমেরিকা প্রবাসী খন্দকার আবু হাসান কায়সার।

Post a Comment

0 Comments