Header Ads Widget

 


মুক্তাগাছায় ভ্যানচালকের লাশ উদ্ধার

 মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় রেজাউল (৩৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার নন্দীবাড়ী কাজলকোঠা বিলের পাড়ে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়। রেজাউল শহরের নন্দীবাড়ী মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার পুত্র। পেশায় সে একজন ভ্যানচালক।


নিহতের পিতা দুলাল মিয়া জানান, তার ছেলে রেজাউল দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতো। গত রাতে সবার অগোচরে নিজে বিষপানে আত্মহত্যা করে। রেজাউলের স্ত্রী রতœা বেগম জানান বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।


মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মুত্যর রহস্য জানা যাবে।

Post a Comment

0 Comments