Header Ads Widget

 


মুক্তাগাছায় ইউনিয়ন পরিষদে শিশু বান্ধব কর্নার উদ্বোধন



মুক্তাগাছা প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিশু বান্ধব কর্নার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি এর উদ্যোগে ও ঘোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায়  শিশুদের নেতৃত্ব বিকাশ, মেধা বিকাশ, অধিকার প্রতিষ্ঠা, পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে যেতে সহায়তা  ও বিনোদনের মাধ্যমে বিশ্রামের জন্য এই শিশু বান্ধব কর্নার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম এমপি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শিশু বান্ধব কর্নারের উদ্বোধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরিফ আহমেদ, জামালপুর এসিও সিনিয়র মেনেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, টিপি মেনেজার ডা. জয়ন্ত কুমার নাথ, ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন, লুৎফর রহমান, মোঃ হাফিজ, হাবিবুর রহমান হবি, সোলাইমান কবির, মহিলা সদস্য কানন বালা, ফিরোজা বেগম, প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্য প্রমূখ। 

Post a Comment

0 Comments