মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় দুইবছর চলমান আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার মানকোন পিএফএতে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তাঁরা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগধারালিয়া সঞ্চয় সম্পাদক রিন্দন সমবায় সমিতি ও রুদ্রপুর ভিডিসির সভাপতি মোঃ এশরাফিল আলম, চাপুরিয়া ভিডিসির সভাপতি মোঃ আবুল হোসেন, আড়াইবাড়িয়া ভিডিসির সভাপতি মোঃ মনসুর আলী।
অনুষ্ঠানে চারজন অংশগ্রহণকারী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং ৭৩ জন গ্র্যাজুয়েট সদস্য তাদের শেখা অব্যাহত রাখা, তাদের জীবন চর্চা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত প্রোগ্রামের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আল্ট্রা-পুওর ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে সর্বাঙ্গীন সহায়তা দেওয়া হয়। ফলে তাদের সম্পদ, কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়ে তাদের পরিবারের দারিদ্র্যমুক্তি এবং দীর্ঘমেয়াদে মানসিক ও আর্থসামাজিক অবস্থার টেকসই উন্নয়নে কাজ করে থাকে।
0 Comments