কামরুল হুদা আকন্দ (বাবলু): নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসন, পৌর সাধারণ পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান র্যালি, শিশুকিশোরদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথি ও বক্তা হিসেবে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শিক্ষাবিদ অধ্যক্ষ স্বপন কুমার দাস, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান মশিউর, আওয়ামীলীগ নেতা বছিল উদ্দিন, বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।
বিকালে স্থানীয় ডাকবাংলো মাঠে উপজেলা কৃষকলীগ আলোচনা সভার আয়োজন করে।
0 Comments