Header Ads Widget

 


স্বাধীনতা দিবস উদযাপন ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় শাখার সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত।

ময়মনসিংহ প্রতিনিধিঃ অদ্য ২৬-০৩-২০২৪ ইং তারিখে ময়মনসিংহ নতুন বাজার সেফ্রন রেষ্টুরেন্টে ৩য় তলায় হলরুমে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার ডেন্টাল টেকনোলজিষ্টগণ ষতষ্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলন কার্যত বিভিন্ন জেলা থেকে আগত ডেন্টাল টেকনোলজিষ্টদের মিলনমেলায় পরিণত হয়। ময়মনসিংহ বিভাগীয় বিডিপি শাখার সংগ্রামী সভাপতি মোঃ আইনুল হকের সভাপতিত্বে উক্ত  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি), ময়মনসিংহের মাননীয় অধ্যক্ষ ডাঃ ছাইফুল ইসলাম খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিপির উপদেষ্টা মোঃ মঈনুল হক, ঢাকা বিভাগীয় সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান, আই এইচ টি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক আহবায়ক, ডেন্টাল ছাত্র প্রতিনিধি পরিষদের সাবেক সভাপতি দবির উদ্দীন তুষার,ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ দেলওয়ার হোসাইন, নেত্রকোনা জেলার সভাপতি  মোঃ জহিরুল ইসলাম তালুকদার, জামালপুর জেলার সভাপতি আব্দুল মোত্তালিব, শেরপুর জেলার সভাপতি সারোয়ার জাহান সিদ্দিকী সোহাগ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয়  সাধারণ সম্পাদক ইলিয়াস পারভেজ শিহাব, অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুতুবে রাব্বানী রনি। প্রধান অতিথির বক্তব্য ডাঃ ছাইফুল ইসলাম খান বলেন ডেন্টাল টেকনোলজিষ্টদের ন্যায্য ও যৌক্তিক দাবী সর্বোচ্চ ফোরামে আলোচনার মাধ্যমে সহযোগিতা করবেন। বাংলাদেশে সকল হাসপাতালে ডেন্টাল সার্জনের পাশাপাশি ডেন্টাল টেকনোলজিষ্টের ভুমিকা অপরিসীম। 

বিডিপির কেন্দ্রীয় মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন ৩বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। ময়মনসিংহ বিভাগীয় শাখার নতুন কমিটিতে ষতষ্ফুর্তভাবে সভাপতি হিসেবে  পুননির্বাচিত হয়েছেন মোঃ আইনুল হক ও সাধারণ সম্পাদক  ইলিয়াস পারভেজ শিহাব। 

ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা শাখার ৩বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ দেলওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল শাখার সভাপতি শামিমা বেগম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক। নেত্রকোনা জেলার সভাপতি জহিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জামালপুর জেলার সভাপতি মোঃ আব্দুল মোত্তালিব, সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম শ্রাবণ, শেরপুর জেলার সভাপতি সারোয়ার জাহান সিদ্দিকী সোহাগ, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রবিন। 

ইফতার পুর্ব মোনাজাত ও ইফতার গ্রহনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments