Header Ads Widget

 


ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি শক্তিশালীকরণে কর্মশালা


মুক্তাগাছা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটি সমূহ শক্তিশালী করণে কর্মশালা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি। 

বৃহস্পতিবার উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জামালপুর এসিও সিনিয়র মেনেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা। 

কর্মশালায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৪৫(১) ধারা অনুযায়ী দেশের সকল ইউনিয়ন পরিষদে কমপক্ষে ১৩ টি স্যান্ডিং কমিটি থাকবে। ইউপি সদস্য বৃন্দ ছাড়াও বিষয় ভিত্তিক অভিজ্ঞ ব্যাক্তি বর্গের সমন্বয়ে কমিটি গঠন করা এবং কমিটির কার্যবিধি বিষয়ে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় কমিটি সদস্যদের সক্রিয় করনে আজকের এই কর্মশালা। 

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,  ইউপি সদস্যবৃন্দ,সংরক্ষিত মহিলা সদস্য ,ইউপি সচিব,স্বাস্থ্য সহকারী,গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ প্রমূখ। 

পরে সামাজিক সুরক্ষা বেষ্টনীর সেবার মান বৃদ্ধি, শিশু সুরক্ষা, স্বাস্থ্য পুষ্টি, স্যানিটেশন,পরিবেশ সুরক্ষায় কমিটির দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা এবং কমিটিকে সক্রিয় করণে পদক্ষেপ বিষয়ক উন্মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক।

Post a Comment

0 Comments