Header Ads Widget

 


মুক্তাগাছায় বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনার সভা


 মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত হযয়েছে। রবিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির উদ্যোগে এই পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই কর্মসূচি পর্যালোচনা ও  পরিকল্পনা সভায় ভিডিসি/ইউএনডিসি কমিটি, শিশু ফোরাম, আরসি, ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় নেতৃত্ব, সরকারি বেসরকারি উন্নয়ন অংশীদার ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপির স্টাফরা পরিকল্পনা সভায় অংশগ্রহণ করেন।

মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশন এপি  ম্যানেজার ন¤্রতা হাওই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সায়েম তানভীর এ সময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার শুভ্রা খুবই, প্রোগ্রাম অফিসার রাশেদুল ইসলাম, সজল কুমার দে গোরি রানসা প্রমুখ। অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভা মানকোন, বাশাঁটী ও দুল্লা ইউনিয়নের প্রায় ৬০ জন অংশগ্রহণকারী অংশ নেন।

 

Post a Comment

0 Comments