Header Ads Widget

 


মুক্তাগাছায় জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ব্রি- ১০০ জাতের ধানের মাঠ দিবস পালন


মুক্তাগাছা প্রতিনিধি:ময়মনসিংহের মুক্তাগাছায় গোয়ারি গ্রামে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ব্রি-১০০জাতের ধানের মাঠ দিবস পালন করেছে মুক্তাগাছা এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বৃহস্পতিবার উপজেলার বাশাঁটি ইউনিয়নের গোয়ারি গ্রামে মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মাঠ দিবস উদযাপন অনুষ্ঠানে  ইউপি সদস্য ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার সরকার।

ওয়ার্ল্ড ভিশন টেকনিক্যাল লাইভলিহুড টিপি দীপা রোজারিও বলেন, জিংক সমৃদ্ধ ব্রি-১০০ ধানের ভাত খেলে জিংকের অভাব জনিত রোগ থেকে রক্ষা পাওয়া যাবে, অকাল গর্ভপাত রোধ পাবে, শারীরিক মানসিক ত্রুটি নিয়ে শিশু জন্মানোর হার হ্রাস পাবে, মাথার চুলপড়া রোধ করতে সহায়তা করবে।

শুভেচ্ছা বক্তব্যে প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম বলেন, জিংকের অভাবে পুষ্টিহীনতা, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে, তাই আমাদের বেশি বেশি জিংক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। 

অনুষ্ঠানে নির্বাচিত ৫০ জন কৃষক, আর সি পরিবার, ইউপিজি পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।

Post a Comment

0 Comments