Header Ads Widget

 


মুক্তাগাছায় নারীদের মাঝে ঋণ বিতরণ


বাবলু আকন্দঃ মুক্তাগাছায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা নারীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।


উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা পারভীন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন নারীর মাঝে ৮জনকে এক লক্ষ করে ও দুইজনকে ৫০ হাজার টাকা করে ঋণের টাকার চেক তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ মো. নজরুল ইসলাম এমপি।


Post a Comment

0 Comments