Header Ads Widget

 


মুক্তাগাছায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা


বাবলু আকন্দ:ময়মনসিংহের মুক্তাগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর সাধারণ পাঠাগার অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এমসিএইচ-সাভিসেস ইউনিট।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক কাজী মাহফুজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমসিএইচ) ডা. শরীফ ওয়াসিমা পারভীন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দিনব্যপি এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহে সহকারী পরিচালক মো: কামাল হোসেন, বিভাগীয় কার্য়ালয়ের সহকারী পরিচালক নাজমুর রওশন সুমেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাহেদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুর্শেদা আক্তার কাকলী, ইউপি চেয়ারম্যান শরিফ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তারাসহ আবাসিক মেডিকেল অফিসার, কনসালন্টেন্ট, এনজিও কর্মী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিরা।

Post a Comment

0 Comments