Header Ads Widget

 


মুক্তাগাছা বটতলা বাজার যুব সমাজের উদ্যাগে ত্রাণ পেলো দুই শতাধিক বন্যাদূর্গত পরিবার



বাবলু আকন্দ:ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের 'বটতলা বাজার যুব সমাজে'র উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় বটতলা বাজার থেকে একদল যুবক  দুই শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও লবণ, মোমবাতি, কয়েল, দিয়াশলাই ও প্রয়োজনীয় ওষুধ।

শুক্রবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে বটতলা বাজার যুব সমাজের সদস্যরা এসব খাদ্যসামগ্রী ফেনী জেলার পশুরাম উপজেলায় পানি বন্দি  বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ করেন।

খাদ্যসামগ্রী পেয়ে পরিবারগুলো খুশি হয় এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে যুব সমাজের সদস্যরা স্থানীয় বাজার ও মহল্লায় বন্যার্তদের জন্য নগদ অর্থ ও চাল সংগ্রহ করে। 


বটতলা বাজার যুব সমাজের সদস্যরা বলেন, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ সময় আসে, তখনই আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। এই কঠিন সময়ে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা দরকার। 


Post a Comment

0 Comments