Header Ads Widget

 


মুক্তাগাছায় নিরীহ ব্যক্তির জমি দখল করে আওয়ামীলীগ নেতার ইট ভাটা স্থাপন


বাবলু আকন্দ : মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবুল ওরফে বাবুল মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় শাহজাহান তালুকদার নামে এক ব্যক্তির ১.২৩ একর জমি জবর দখল করে ইটভাটা স্থাপন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। জমি ভাড়ার টাকা আদায়ে ওই ব্যক্তি সমাজের বিভিন্ন নেতা/প্রভাবশালী ব্যক্তির স্বরণাপন্য হলে তারা বাবুলকে জমি ছেড়ে দিতে বললেও বাবুল তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি ছাড়েননি/ভাড়াও পরিশোধ করেননি। সূত্রমতে, উপজেলার দাওগাঁও ইউনিয়নের দরিকাঠবওলা গ্রামের সামানিয়ার মোড় এলাকার মোঃ শাহজাহান তালুকদারের পৈত্রিক সম্পত্তি যার দাগ নং ২৭২,২৭৩,২৭৪,২৭৫,২৭৬ ও ২৭৭, মৌজা-দরিকাঠবওলা, মোট জমির পরিমাণ ১ একর ২৩ শতাংশ। উক্ত জমি ১৬ বছর পূর্বে প্রতি বছর ভাড়া বাবদ ৪০ হাজার টাকা হিসেবে বাবুল ভাড়া নিয়ে ইটভাটা স্থাপন করে ব্যবসা শুরু করে। ২ বছর ভাড়া পরিশোধ করার পর পরবর্তীতে ভাড়ার টাকা দিতে বাবুল গরিমসি করতে থাকে। এ ব্যাপারে শাহজাহান তালুকদার স্থানীয় গন্যমান্যব্যক্তি, ইউপি চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ে রাজনৈতিক ব্যক্তির স্বরণাপন্য হলে একাধিক শালিস হয়। শালিসে বাবুল মিয়াকে ভাড়া পরিশোধ এবং জমি ফেরত দেওয়ার জন্য বলেন। কিন্তু বাবুল মিয়া তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভাড়া পরিশোধ করেননি এবং জমি না ছেড়ে জবরদখল করে রাখেন। গত জুন ২০২৪ মাসের প্রথম সপ্তাহে বাবুল উক্ত জমি শাহজাহানকে রেজিষ্ট্রী করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। জমি না লিখে দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে শাহজাহান বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে যাহার নং ৪৮১, তারিখ-০৯/০৬/২০২৪ ইং। সাধারণ ডায়েরীর পর বাবুল মিয়া বিভিন্নভাবে শাহজাহানকে নাজেহাল করার পায়তারায় লিপ্ত থাকে। সর্বশেষ ০৫ আগষ্ট সরকার পতনের পর বাবুল মিয়া গাঢাকা দেয়। তবে বাবুল মিয়ার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।ড

Post a Comment

0 Comments