মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন। বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা ইউনিয়ন তিনটি হচ্ছে ৮নং দাওগাঁও, ৯নং কাশেমপুর ও ১০ নং খেরুয়াজানী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাষ্টীয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত ¯েøাগান নিয়ে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) রিপন চন্দ্র গোপ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া সুলতানা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ডা. জয়ন্ত নাথ, ওয়ার্ল্ড ভিশন সাউথ এপির ম্যানেজার ন¤্রতা হাউই, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ১০ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার ঝর্ণা প্রমুখ। পরে বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। এবং বাল্যবিবাহকে না জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
0 Comments