Header Ads Widget

 


মুক্তাগাছায় সেনা কর্মকর্তার পুজা মন্ডপ পরিদর্শন


বাবলু আকন্দ:ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন পূঁজামণ্ডপ পরিষদর্শন করেছেন সেনাবাহিনীর ৪০৩ ব্যাটলগ্রুপের কর্ণেল মাহমুদ হাসান। এসময় সেনাবাহিনীর মুক্তাগাছায় স্থাপিত ক্যাম্প কমান্ডার মেজর হাসান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম সঙ্গে ছিলেন। শুক্রবার  সকালে শহরের ৫৬ প্রহর মাঠে সনাতন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে উৎসবের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে  উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান খান সাইফুল, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, মোখলেছুর রহমান, ইউসুফ আলী, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ কবির, এডভোকেট নাজমুল, হিন্দু ধর্মীয় নেতা চন্দন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজায় নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Post a Comment

0 Comments