মুক্তাগাছা প্রতিনিধি; ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গসংগঠন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের ময়নসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির আহŸায়ক মুফতি শারাফাত হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যানের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরিফুজ্জামান জসিম, বাংলাদেশ ফেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ হরুনুর রশিদ ভূইয়া বাংলাদেশ ফেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আল্লামা আব্দুল হালিম কাসেমী, মাহমুদুল হাসান, মাওঃ হাসান আলী হায়দার, মাওঃ ফারুক আহমদ, মোঃ রইছ উদ্দিন তামীম, হাফেজ মাওঃ রুকন উদ্দিন, মাওঃ উলিউল্লাহ, মুফতি আমানুল্লাহ রাহমানী, হোসাইন আহমদ জাকির প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আয়নুল হক, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জব্বারসহ ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের বাংলাদেশ ফেলাফত শ্রমিক মজলিস সহ বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments