ফুলবাড়িয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের স্মৃতি চত্বরে উপজেলা ও পৌর যুবদলের ব্যানারে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ মামুন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। পাশাপাশি সেবা গ্রহীতাদের প্রাথমিক ঔষদ পত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার স্বাস্থ্য খাতকে নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে। এতে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে। এসময় তিনি সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশব্যাপী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের নির্দেশ প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
মামুনুর রশীদ মামুন দাবী করেন, গত জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলবাড়ীয়ার মাটিতে নিয়ে এসেছিলেন। বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়ীয়ার সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তারেক রহমানকে ফুলবাড়ীয়ার মাটিতে আনা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাক্তা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খসরু, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাষ্টার সহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহেল হেলিন, আমিনুল ইসলাম হীরা, আব্দুল হালিম, মঈনুল হোসেন সাজু, আবু বকর সিদ্দিক মাষ্টার, আনোয়ার হোসেন সেলিম, যুবদল দল নেতা ওমর ফারুক, মিলন তালুকদার, খাইরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হারুন অর রশীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাব্বির হোসেন রবিন ও জসিম উদ্দিন সহ ফুলবাড়ীয়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
0 Comments