বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহন বৃদ্ধি করে মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষে দুর্নীতিবিরোধী গণশুননি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি- সনাকের যৌথ আয়োজনে মুক্তাগাছা পৌর সভা মুক্ত মঞ্চে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক মুক্তাগাছার সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তাগাছা পৌর সভার প্রশাসক আতিকুল ইসলাম। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ দেলোয়ারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এম ইদ্রিছ আলী।
গণশুনানিতে মুক্তাগাছা পৌর সভার প্রশাসক আতিকুল ইসলাম, উপজেলা ভ‚মি অফিসের সহকারী কমিশনার (ভ‚মি) তানভির হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ এএসএম সায়েম তানভির, উপজেলা শিক্ষা অফিসার কবিতা নন্দী উপস্থিত হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আশ্বাস দেন।
আয়োজিত গণশুনানিতে অভিযোগ করে সমাধানের প্রতিশ্রæতি পেয়েছেন অভিযোগকারীরা। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে দ্রæত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যেখানে মুক্তাগাছা পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা শিক্ষা অফিস অংশগ্রহণ করে।
গণশুনানিতে পৌর সভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১০ ইউনিয়নের সেবা গ্রাহিতা প্রায় ৬ শতাধিক সাধারণ নাগরিক শতস্ফুর্তভাবে অংশ নেন।
এতে ৪৩ জন অভিযোগকারী উক্ত প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ৬৯টি অভিযোগ ও পরমর্শ উত্থাপন করেন।
গণশুনানিতে অভিযোগকারী কর্তৃক উত্থাপিত বিষয়ের মধ্যে ছিল- উল্লেখিত প্রতিষ্ঠানসমূহ থেকে সেবা পেতে হয়রানি, স্বজনপ্রীতি, দালারদের দৌরাত্ম, বিলম্ব, ঘুষ লেনদেন এ বাধ্য করা, কর্মকর্তার অনুপস্থিতি, অফিসের সময়সূচি অনুসরণ না করা, দায়িত্বে অবহেলা, অভিযোগ ও পরামর্শ বক্স না থাকা, শিক্ষক কর্তৃক কোচিং বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন, সেবাগ্রহীতাদের প্রতি মনযোগের ঘাটতি, ট্রেড লাইসেন্স পেতে ঘুষ লেনদেন, জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড সেবায় অনিয়ম ও দুর্নীতি, অভিযোগ সমাধানে গড়িমসি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, তথ্য প্রকাশে অনীহা ইত্যাদি। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, রাস্তা দখলরোধে পদক্ষেপ না নেওয়া, ড্রেনেজ ও রাস্তা নির্মাণ ও মেরামতে কার্যকর উদ্যোগের ঘাটতির বিষয়টিও জোড়ালোভাবে উঠে আসে। উত্থাপিত অভিযোগসমূহ সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি অংশগ্রহণকারীদের প্রতি দুর্নীতি হ্রাস, নিয়ন্ত্রণ ও প্রতিকারে নানাবিধ আইন ও পদ্ধতি বা টুলস ব্যবহারের পরামর্শ প্রদান করেন। যেকোনো অভিযোগের সমাধান পেতে তার দপ্তরে দ্রত জানানোর জন্যও তিনি উৎসাহিত করেন।
এ দিকে গণশুনানি উপলক্ষে টিআইবি-সনাক মুক্তাগাছার পক্ষ থেকে বিভিন্ন নাগরিক সহযোগিতার তথ্য ডেস্ক খোলা হয়।
0 Comments