ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসী টু সলঙ্গা খড়িয়ানদীর পাড় রাস্তাটির বিভিন্ন জাগায় ভেঙে ছোট বড় খালে পরিনত হয়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। স্কুলমাঠের পর্ব পাশে চুনারুঘাট ও উত্তর ঘোমগাঁও নতুন বাজার এলাকায় আব্দুল হামিদের বাড়ির সাথে অতিবৃষ্টি ও বন্যার পনিতে রাস্তাটি ভেঙে বড় খালে পরিনত হয়েছে।
রুপসী প্রাইমারী স্কুল সংলগ্ন পুরাতন কালভার্ট দীর্ঘদিন হওয়ায় কালভার্টের রেলিং ভেঙে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্কুলটি পাশে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করেন। এতে শিক্ষার্থীদের পরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করেন রুপসী প্রাইমারি স্কুল,কে জি স্কুল সহ কয়েকটি স্কুল মাদ্রাসার ৫শ থেকে ৭ শত কুমলমতি শিক্ষার্থীরা। এছাড়াও গোমগাঁও, সলঙ্গা, পাইস্কা,শিলপুর গ্রামের লোকজন শহরমুখী যেতে এ রাস্তাটি দিয়ে যাতায়াত করে থাকেন।
এর আগে চুনারুঘাট ও নতুন বাজার আব্দুল হামিদের বাড়ির পাশে রাস্তাটি ভেঙে গেলে। সাবেক উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সহযোগিতায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করেন। ছয়মাস যেতে নাযেতেই অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় মেরামত কৃত রাস্তাটি পূর্বেরনেয় গর্ত ও খালে পরিনত হয়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় হাজারও নাগরিকের। ঘোমগাঁও নতুন বাজার ব্যবসায়ি ডাঃ মোঃ ফখর উদ্দিন বলেন,আমাদের যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে। আমাদের রুপসী নদীর পাড় রাস্তাটি সংস্কারের প্রয়োজন বলে মনে করি জনশার্থে।
এলাকার মানুষের দবি কালভার্ট ও ভেঙে যাওয়া রাস্তাটি অতি দ্রুত মেরামতের কাজ যেন সম্পূর্ণ হয় এ ব্যপারে সংশ্লিষ্ট কর্মকর্তারাদের সুদৃষ্টি কামনা করছেন।
0 Comments