মুক্তাগাছা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবণে আলোচনা সভা ও কেক কাটা আনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম রতন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শহিদ, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, পৌর জামায়াতের আমীর আলতাবুর রহমান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে আনুষ্ঠানিকভাবে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
0 Comments