ছমেদ আলী মনুরা স্বামী আঃ আলী গংরা আয়ব আলী ও তার সাথে বাকি সব গুলো পরিবার কে রাস্তা দিয়ে যাতায়াতের বাধা প্রদান করে, এমনকি রাস্তা বন্ধ কবে বেড়া দিয়ে দেয়, বিষয়টি স্হানীয় মেম্বার কে জানান ভুক্ত ভোগী আয়ব আলী, বর্তমান মেম্বার আঃ ছাওারের সাথে কথা হলে তিনি বলেন আঃ আলী খুব খারাপ প্রকৃতির দাঙ্গা প্রিয় লোক তাকে বার বার বলার পর ও আঃ আলী কেবল আমি না আমাদের গ্রামের কোন মাতাব্বরের কথা মানতে রাজি না, সে কোন সালিশ দরবার মানতে রাজি না, এই রাস্তা সে বন্দ করে দিবেই, এই রাস্তা বন্ধ করে দিলে এই পরিবার গুলির বাড়িতে প্রবেশ করার আর কোন রাস্তা নাই আঃ ছাওার মেম্বার আর ও বলেন আঃ আলীর বাপ দাদার জায়গা না সরকারি জায়গা বন্দোবস্ত এনেছে বলে দাবি করে যাহার বন্দো বস্ত নাম্বার ৪৮(১২)১৬'/১৭ও ১৭৩(১২)১৬/১৭ যা আঃ আলী ভূমিহীন দিয়ে বন্দোবস্ত এনেছে সরকারি ভাবে আঃ আলী কে জায়গা বুঝিয়ে দেওয়া ও হয়নি তার আগেই সে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিল এটা কোন ভাবে কাম্য না এই বন্দোবস্ত বাতিলের দাবিতে এই পরিবার গুলোর পক্ষে আয়ব আলী সহকারী কমিশনার (ভূমি) তাড়াইল ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা দামিহা এর বরাবরে আবেদন করেছে যাহার তফসিল মৌজা হাছলা উপজেলা তাড়াইল জেলা কিশোর গন্জ খতিয়ান নং ১ দাগ নং ১৬০ শ্রেনী নামা পরিমান ২০ শতাংশ এই বন্দোবস্ত টি বাতিল করার জন্য গ্রামের মাতব্বর থেকে শুরু করে সাধারণ মানুষের প্রানের দাবী বলে জানান সকল শ্রেনী পেশার মানুষ সমস্বরে সকল মানুষ দাবী তুলেন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা যেন বিষয়টি আমলে নিয়ে এই দাঙ্গা বাজ আঃ আলীর নামীয় বন্দোবস্ত টি বাতিল করেন।
0 Comments