ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর ২৪ ইং) সকাল ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ফুলপুর উপজেলা শাখার আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মেহেদী হাসান ফারুক এর সঞ্চালনায়,প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর মহিলা কামিল(এম এ) মাদ্রাসার অধ্যক্ষ শাহ তফাজ্জল হোসেন ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল( এম এ) মাদ্রাসার (শারিরিক)শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,রুপসী হাইস্কুল, পয়ারী গোগলচন্দ উচ্চবিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও শিকার্থীবৃন্দ।I
0 Comments