Header Ads Widget

 


হালুয়াঘাটে ছয় ইউপি চেয়ারম্যানের অপসারণ


 ফয়জুর রহমান, হালুয়াঘাট  প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাটে ছয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অপসারিত চেয়ারম্যানরা হলেন ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলহাজ এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান মো. ছামাদুল ইসলাম, নড়াইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, ধারা ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ধুরাইল ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন ও স্বদেশী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. ইরাদ হোসেন সিদ্দিকী।


অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই ইউনিয়নসমূহের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। এতে ইউনিয়ন পরিষদের নাগরিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ সব ইউনিয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।


ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, 'হালুয়াঘাটে সব চেয়ারম্যান নিয়মিত অফিস ও দাপ্তরিক কাজ করছেন। আমি আজকেও অফিস করেছি।


শুধু আওয়ামী লীগ দলের কর্মী বলেই আমাদের অপসারণ করা হয়েছে।'

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, বিকেলে এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছি। 


Post a Comment

0 Comments