ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাট্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে সংঘটিত সিপাহীজনতা বিপ্লবের স্বরণে এই দিবসটি পালন করে আসছে। এর ধারাবাহিকতায়
বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে ফুলপুর আমুয়াকান্দা বাজার কলের বাড়ীর সামন থেকে শুরু করে শেরপুর গোলচোত্তর মোড়, থানা হয়ে ব্রীজের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার। তিনি আগত সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন,ফুলপুরে মাটিতে বিএনপির লোকেলোকান্তর পা ফেলানোর জায়গানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান সহ অনেকেই। ফুলপুর উপজেলা ওলামাদলের পক্ষ থেকে হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক মাওঃ ইকবাল হুসাইন এর নেতৃত্বে একটিদল ওই দিবসপালনে অংশনেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দলে দলে উক্ত অনুষ্ঠানে যুগদেন।
0 Comments